নজরুল গীতি কেন করুণ সুরে হৃদয়-পুরে বাজিছে বাঁশরি

নজরুল গীতি

কেন করুণ সুরে হৃদয়-পুরে বাজিছে বাঁশরি

কেন করুণ সুরে হৃদয়পুরে বাজিছে বাঁশরি
ঘনায় গহন নীরদ সঘন নয়ন মন ভরি।।
বিজলি চমকে পবন দমকে পরান কাঁপে রে
বুকের বঁধুরে বুকে বেঁধে ঝুরে বিধুরা কিশোরী।।

Comments

Popular posts from this blog