নজরুল গীতি রুম ঝুম রুম ঝুম
রুম ঝুম রুম ঝুম
রুম ঝুম রুম ঝুম ঝুম ঝুম
নূপুর বাজে আসিল রে প্রিয়
আসিল রে।
কদম্ব-কলি শিয়রে আবেশে
বিরহ যমুনা উথলি ওঠে
রোদন ভুলের আধার গাহিয়া ওঠে
সুন্দর মোর ভালোবাসিল রে।
নূপুর বাজে আসিল রে প্রিয়
আসিল রে।
কদম্ব-কলি শিয়রে আবেশে
বিরহ যমুনা উথলি ওঠে
রোদন ভুলের আধার গাহিয়া ওঠে
সুন্দর মোর ভালোবাসিল রে।
Comments
Post a Comment