নজরুল গীতি কেন চাঁদিনী রাতে মেঘ আসে ছায়া ক’রে

নজরুল গীতি

কেন চাঁদিনী রাতে মেঘ আসে ছায়া ক’রে

কেন চাঁদিনী রাতে মেঘ আসে ছায়া ক’রে।
সুখের বাসরে কেন, প্রাণ ওঠে বিষাদে ভ’রে।।
কেন মিলন রাতে, সলিল আঁখি পাতে,
কেন ফাগুন প্রাতে, সহসা বাদল ঝরে।।
ডাকিয়া ফুলবনে, থাকে সে আনমনে,
কাঁদায় নিরজনে, কাঁদে কে কিসের তরে।।

Comments